ফের অনেকটাই বাড়ল সংক্ৰমণ, ভারতে কোভিডে মৃত্যু বেড়ে ৪.৬৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): ভারতে একধাক্কায় ফের অনেকটাই বাড়ল দৈনিক করোনা-সংক্ৰমণ, মৃত্যুর সংখ্যা অবশ্য কমই আছে। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১০,২০৭ জন, ভারতে সুস্থতার হার বেড়ে ৯৮.৩৬ শতাংশে পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯,৯০,২৩-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১,৫২০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৯৫৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮০ লক্ষ ৯৮ হাজার ৭১৬ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,২৪,১০,৮৬,৮৫০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৯,২৪৭ জন (১.৩৬ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বাড়ল, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১০,২০৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪০,২৮,৫০৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *