নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): বিক্ষোভ, স্লোগান, ওয়াকআউট, অচলাবস্থা কাটছেই না! গণতন্ত্রের পীঠস্থানে হাঙ্গামা চলছেই। সোমবারের পর মঙ্গলবারও বারবার হইচই সংসদের উভয়কক্ষে। রাজ্যসভায় এদিন এতটাই বেশি হাঙ্গামা হয় যে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভার অধিবেশন। একই পরিস্থিতি লোকসভাতেও। লোকসভাতেও এদিন অনেকবার মুলতুবি হয়েছে অধিবেশন। এদিকে, লোকসভায় অচলাবস্থা কাটাতে সমস্ত রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের বৈঠকে ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শৃঙ্খলাভঙ্গের জন্য সোমবারই রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন দলের ১২ জন সাংসদকে। ১২ জন সাংসদকে সাসপেন্ড করা নিয়েই এদিন উত্তাল হল সংসদের উভয়কক্ষ। রাজ্যসভা ও লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বুধবার থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁদের দলের দু’জন সাংসদ। অন্যান্য দলকেও সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন ডেরেক।
2021-11-30