Union Minister : পুর ও নগরে বিজেপি প্রার্থীদের জয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ আগরতলা পুরনিগম এবং রাজ্যের অন্যান্য ১৩ টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে শাসক দল বিজেপির বিপুল জয়ে গণদেবতাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ পুরভোটে দলীয় প্রার্থীদের বিপুল জয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন দলীয় নেতা-কর্মী সমর্থকরা আনন্দ উৎসব করবেন৷ কিন্তু তাদের সতর্ক থাকতে হবে৷ নিজেদের আনন্দ-উল্লাস যাতে অন্যদের কোনো ধরনের নিরানন্দ না হয় সেদিকে নজর রাখতে হবে৷ জয়ী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে রতন বাবু বলেন তাদের প্রত্যেককে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে৷

নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইসব প্রতিশ্রুতি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেদিকে নজর দিতে তিনি পরামর্শ দিয়েছেন৷ এলাকার প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে৷ রাজ্য সরকার এবং দলের পক্ষ থেকে ভোটদাতাদের তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে রতন লাল নাথ বলেন, রাজ্যে এসে দেখে যান জনগণ মূল শক্তি, সবর্োচ্চ শক্তির অধিকারী৷ যারা রাজ্যে দাঙ্গা লাগাতে চেষ্টা করেছিল, ষড়যন্ত্র করেছিল গণদেবতা তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পুর নিগমএবং তেরোটি পুরভোটে গণদেবতারা বিজেপি কে জয়ি করায় অভিনন্দন জানিয়েছেন৷পুরভোটের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা প্রদর্শন করেছেন রাজ্যের জনগণ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে দল৷ পুরভোটের জয় গণতন্ত্রের জয় হয়েছে, উন্নয়নের নিরিখেই জনগণ বিজেপিকে ভোট দিয়েছেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ দলীয় নেতা-কর্মী সমর্থক সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *