Arrested : সিপাহীজলায় পুলিশের হাতে আটক দুই বাইক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ পুলিশের হাতে আটক ২ বাইক চোর৷ বিশালগড় সিপাহী জলা অভয়ারণ্য পার্কের সামনে থেকে পুলিশের হাতে আটক ২ বাইক চোর৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার বিকেল ৩.৩০ নাগাদ সিপাহীজলা ফার্স গেইটের সামনে থেকে ২ বাইক চোরকে আটক করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ৷ দিনের পর দিন বিশালগড় সিপাহী জলা সহ নানা জায়গায় চুরি ছিনতাই দিন দিন বেড়েই চলছে৷ সেই সূত্রপাতকে ধরে বিশালগড় থানার পুলিশ ইন্সপেক্টর বিজয় দাস বিশাল বাহিনী নিয়ে যৌথ অভিযান চালায় সিপাইজলা ফাস্ট গেইট সংলগ্ণ এলাকায়৷

অভিযান চালিয়ে দুই চোর বিল্লাল হোসেন ও জোসেফ আলীকে আটক করেন৷ তারা দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত৷ দিন দুপুরে মানুষের কাছ থেকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নিয়ে যায় বাইক সহ নগদ টাকা পয়সা৷ সেই সূত্র ধরেই বিশালগড় থানার পুলিশ ২ কুখ্যাত মাস্টারমাইন্ডকে আটক করতে সক্ষম হয়৷ তাদেরকে মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে৷ তাদের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান পুলিশ৷ তাদের সাথে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *