দিল্লিতে ফের খুলল স্কুল, রাজধানীর বাতাস এখনও দূষিতই!

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণের জন্য রাজধানী দিল্লিতে বন্ধ রাখা হয়েছিল সমস্ত স্কুল ও কলেজ। রাজধানীর বাতাস এখনও দূষণ-মুক্ত হয়নি, এমতাবস্থায় সোমবার থেকে দিল্লিতে ফের খুলে গেল স্কুল। এদিন দিল্লির স্কুলগুলিতে শুরু হয়েছে সমস্ত ক্লাসের পঠনপাঠন। শুধুমাত্র স্কুল নয়, এদিন থেকেই দিল্লিতে খুলেছে কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

নির্মাণকাজ বন্ধ, অত্যাবশ্যক নয় এমন ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না! বহু প্রচেষ্টা সত্ত্বেও দিল্লির বাতাস দূষণ মুক্তই হচ্ছে না। সোমবারও দূষণের কবলে ছিল দিল্লি ও এনসিআর-এর বাতাস। ধোঁয়াশা ছিল অনেকটাই বেশি, দিল্লির বাতাসের বায়ুগত মান এদিন ছিল ‘ভীষণ খারাপ’। এই দূষণের মধ্যে স্কুল ফের খুলে যাওয়ায় অভিভাবকরা যথেষ্ট চিন্তিত। স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যে এদিন খুব বেশি ছিল, তা বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *