চেন্নাই, ২৯ নভেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল তামিলনাড়ুর ভেলোর জেলা। সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ ভেলোর জেলায় হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, চেন্নাই থেকে ১৮৪ কিলোমিটার পশ্চিমে, উটি থেকে ২৫৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাদুরাই থেকে ৩২১ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ ভেলোর জেলায় ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ১২.৭৮ অক্ষাংশ এবং ৭৮.৬০ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। মৃদু তীব্রতার ভূমিকম্পে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে জানা গিয়েছে।