নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): কথা দিয়ে কথা রাখল নরেন্দ্র মোদী সরকার। সংসদের উভয়কক্ষেই পাশ হয়ে গেল তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে এদিন লোকসভায় আলোচনার দাবি জানান কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরাও। শেষমেশ তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১।
লোকসভার পর তা তোলা হয় রাজ্যসভায়। রাজ্যসভাতেও তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। লোকসভার মতো রাজ্যসভাতেও চলতে থাকে তুমুল হাঙ্গামা। এরপর রাজ্যসভাতেও পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার-সহ নানা বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। তুমুল হই-হট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন, একটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। বারোটার পর লোকসভার অধিবেশন শুরু হলে, সংসদের নিম্নকক্ষে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। এরপর স্লোগান চলতে থাকে, তাই দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। এদিন তুমুল হাঙ্গামার জন্য মঙ্গলবার বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।