সংক্ৰমণ ও মৃত্যু নিম্নমুখী ভারতে, ৫৪৪-দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগী

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): ভারতে ফের নিম্নমুখী দৈনিক করোনা-সংক্ৰমণ, অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যাও। রবিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৯,৯০৫ জন, ভারতে সুস্থতার হার ৯৮.৩৪ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,০৩,৮৫৯-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১,৮৩২ জন, ৫৪৪-দিনের মধ্যে দেশে সর্বনিম্ন সক্রিয় রোগী ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,৩০৯ জন, যা বিগত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪২ লক্ষ ০৪ হাজার ১৭১ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,২২,৪১,৬৮,৯২৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৩৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৮,৭৯০ জন (১.৩৬ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বাড়ল, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৯,৯০৫ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪০,০৮,১৮৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *