সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত কমল হাসান, টুইটে জানালেন কন্যা শ্রুতি

মুম্বই, ২৭ নভেম্বর (হি. স.) : সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত কমল হাসান । টুইট করে এমনটাই জানালেন কন্যা শ্রুতি হাসান। সেই টুইটে লিখেছেন, তাঁর বাবা, অর্থাৎ কমল হাসান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেই সঙ্গে এই সময় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন শ্রুতি।
সোমবার খবর আসে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুর্বলতা অনুভব করেছিলেন শরীরে। সেই সঙ্গে ছিল সর্দিও। সময় নষ্ট না করে করোনা পরীক্ষা করিয়েছিলেন কমল হাসান। রিপোর্ট পজ়িটিভ আসায় তৎক্ষণাৎ নিজেকে আলাদা করেন নেন অভিনেতা। তবে বাড়িতে নয়, এই মুহূর্তে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কমল। টুইট করে বাবার স্বাস্থ্য সম্পর্কে জানালেন কমলের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান।

চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর টুইট করে সকলকে সাবধানে থাকতে অনুরোধ করেছিলেন কমল। তাঁর অনুরাগীরাও টুইটের নীচে সুপারস্টারের সুস্বাস্থ্য কামনা করেছেন। আপাতত, হাসপাতালের চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছেন কমল।