BJP : সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী প্রতিরোধ গড়ে তুলেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ পুর নির্বাচনকে ঘিরে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী আজ প্রতিরোধ গড়ে তুলেছেন৷ গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছেন৷ তাই আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটি ভোটারদের ধন্যবাদ জানিয়েছে৷ সাথে সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ভোট প্রহসনের একই অভিযোগ আনার জন্য তীব্র সমালোচনা করেছে শাসক দল৷ দলের মুখপাত্র নবেন্দুর কটাক্ষ, শক্তিহীন সিপিএমের বিষ দাতের প্রয়োজন ছিল৷ তাই, তৃণমূলের সাথে ছায়াজোট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল৷ ভোট বানচালের চেষ্টা করেছিল৷ কিন্ত তাতে সফল হতে পারেনি৷ ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷


এদিন নবেন্দু বলেন, গত কয়েকমাস ধরে ত্রিপুরায় অস্থির বাতাবরণ সৃষ্টির ষড়যন্ত্র চলছিল৷ আজ ভোটাররা সিপিএম, তৃণমূলের সহযোগীর সম্মিলিত বাহিনীর ষড়যন্ত্রকে সামনে থেকে মোকাবিলা করে ভোটদানে এগিয়ে গেছেন৷ তাঁর দাবি, ষড়যন্ত্রকারীরা সারাদিন ক্ষান্ত থাকেননি৷ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে৷ তবে, প্রতিরোধ হয়েছে সমানে৷ তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সিপিএম ও তৃণমূলের অভিযোগ জানানো ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না৷ নবেন্দুর দাবি, বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি৷ ফর্ম সংগ্রহের হিসেব থেকে তার প্রমাণ মিলেছে৷ তাঁর সাফ কথা, শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে বিরোধীরা ভুয়ো অভিযোগ করছেন৷


তিনি বলেন, পাঁচটি আসনে অভিযোগ ছিল৷ এক্ষেত্রে বাকি ২১৭টি আসনে ভোট অবাধ ও শান্তিপুর্ন হয়েছে, এমনটাই প্রমাণিত হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বিরোধীরা আজ সম্মানজনক পশ্চাদপসরনের রাস্তা বেছে নিয়েছেন৷ তিনি বলেন, এই প্রথম পুর সংস্থা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট নির্বাচনে নজরদারি রেখেছে৷ তাঁর কথায়, বিরোধীদের আনা সমস্ত অভিযোগের তদন্ত করুক পুলিশ৷
কারণ, আইন- শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিরোধীরাই আপ্রাণ চেষ্টা করেছেন৷ ভোটাররা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন৷ তাঁর দাবি, পুর নির্বাচনে আজ ছোটখাটো ঘটনা ছাড়া ভোট শান্তিপুর্ন ছিল৷ তবে, বড় ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল, তাতে ষড়যন্ত্রকারীরা সফল হননি৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় তৃণমূল ভোটে লড়তে আসেনি৷ সিপিএমের জন্য এসেছে৷ মানুষ তা বুঝে গেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *