বেঙ্গালুরু, ২৬ নভেম্বর (হি. স.) : কর্ণাটকের ধারওয়াড়ের এসডিএম কলেজ অফ মেডিকেল সায়েন্সের বহু পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২। একসঙ্গে এত সংখ্যক পড়ুয়ার সংক্রমণ ধরা পড়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর ও কলেজ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ওই মেডিকেল কলেজের যেই পড়ুয়ারা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের অধিকাংশেরই দু’টি টিকা নেওয়া ছিল। এখনও বহুজনের করোনা রিপোর্ট এসে পৌঁছোয়নি। সম্প্রতি নবীনবরণের পার্টি হয়েছিল। যা থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। আক্রান্ত পড়ুয়াদের কলেজের মধ্যেই নিভৃতবাসে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলেজের দুটি হস্টেল সিল করে দেওয়া হয়েছে।