Got back : চুরি যাওয়া ও হারিয়ে ফেলা শতাধিক মোবাইল ফেরত পেলেন মালিকরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ নভেম্বর৷৷ চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে মোবাইলের প্রকৃত মালিকের হাতে৷ হারানো মোবাইল উদ্ধারে আর কে পুর থানার বিরাট সাফল্যবলা যায়৷ ২০২১ সালের শুরু থেকে আজ পর্যন্ত আর কে পুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গাতে হারিয়ে যাওয়া শতাধিক মোবাইলউদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়৷ আর কে পুর থানায় সি সি টি এন এসে কর্মরত আসিফ আহমেদ সরকার৷ মঙ্গলবার রাধাকিশোরপুর পুর থানার জি ডি এন্িন্টর সূত্র ধরে ছয়টি মোবাইলউদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়৷ উদ্ধার করা মোবাইল গুলো থানার ও সি রাজীব দেবনাথের হাত দিয়ে দেওয়া হয়৷

রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ সাংবাদিকদের জানান যাদের মোবাইল হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে জি ডি এন্িন্ট করার সময় আই এম ই আই নাম্বার অবশ্যই আবেদন পত্রে উল্লেখ করতে হবে৷ এদিকে যে সকল ব্যক্তির মোবাইল চুরি বা হারিয়ে গেছে এবং থানার দ্বারস্থ হয়েছেন, আজ তারা মোবাইল পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন৷ মোবাইল ফিরে পেয়ে মোবাইলের প্রকৃত মালিকা বলেন- ওনার হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাবেন ওনরা কখনো তা আশা করেননি৷ তবে এই দিক দিয়ে বলতে গেলে এই ধরনের সাফল্যে আর কে পুর থানায অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে৷ মোবাইল ফিরে পেয়ে মোবাইলের প্রকৃত যারপরনাই খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *