Attack : গরু পাচারকারীদের অতর্কিত হামলায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি,চড়িলাম, ২২ নভেম্বর৷৷ গরু পাচারকারীর হাতে আক্রান্ত বিশালগড় মহকুমার পুরাতল রাজনগর এলাকার বাসিন্দা মিটন মিয়া ও তার পরিবার৷ ঘটনাটি ঘটে মধুপুর থানার অন্তর্গত পুরাথল রাজনগর এলাকায়৷ অভিযোগের তীর কৈয়াডেপা এলাকার গরু পাচারকারী শিপন মিয়া, পাণু দেব, রং মিয়া, ইসুব মিয়া সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে৷


খবরে প্রকাশ পুরাথল রাজনগর এলাকার বাসিন্দা মিটন মিয়ার বাড়িতে রবিবার রাতে উপরে উল্লেখিত গরু পাচারকারী সহ ২০ থেকে ২৫ জন দুষৃকতিকারী এসে মিটন মিয়ার বাড়িতে এসে হামলা চালায়৷ মিটন মিয়ার অভিযোগ তার রাবার বাগান দিয়ে প্রায় প্রতিদিনই ওই এলাকার গরু পাচারকারীরা প্রায় ৫০ থেকে ৬০টি গরু নিয়ে যায়, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে, যার ফলে তাদের রাবার বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে৷ সেই অনুযায়ী শুক্রবার রাতেও মিটন মিয়ার রাবার বাগানের উপর দিয়ে গরু পাচারকারীরা গরু পাচার করার জন্য প্রায় ৫০ টি গরু নিয়ে যায়, তারপর খবর পেয়ে ছুটে যায় মিটন মিয়া৷ যদিও শুক্রবার রাতে মিটন মিয়া তার রাবার বাগানে কাউকেই দেখতে পায় নি৷ এদিকে শনিবার কৈয়াডেপা এলাকার বাসিন্দা সালাউদ্দিন মিয়ার বাড়ি থেকে গরু পাচারের সময় গোপন খবর পেয়ে বি এস এফ জোয়ানরা ছুটে যায়, তারপর বেশ কয়েকটি গরু আটক করে নিয়ে যায়৷ কিন্তু গরু পাচারকারীদের সন্দেহ পুরাথল রাজনগর এলাকার মিটন মিয়া পাচারকারীদের গরু গুলি বিএসএফের হাতে ধরিয়ে দিয়েছে৷ সেই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে কৈয়াডেপা এলাকার গরু পাচারকারী শিপন মিয়া, পাণু দেব, রং মিয়া, ইসুব মিয়া সহ আরো ২৫ থেকে ৩০ জন যুবক পুরাথল রাজনগর এলাকার বাসিন্দা মিটন মিয়ার বাড়িতে দা, লাঠি দিয়ে অতর্কিতে ভাবে হামলা চালায়, যার ফলে মিটন সহ তার পরিবারের চার জন গুরুতর আহত হয়৷ এদিকে উপরে উল্লেখিত গরু পাচারকারীদের অতর্কিত হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মিটন মিয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা৷

এদিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা৷ তারপর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে আক্রান্ত মিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা জানায় হামলাকারীদের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করা হবে৷ তবে বলাবাহুল্য মধুপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকা দিয়ে গরু পাচারকারীরা দিনভর গরু পাচার করে যাচ্ছে, কিন্তু মধুপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাঁকুড়া মোটা অংকের বিনিময় ঐসকল গরু পাচারকারীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না৷ তবে এখন দেখার বিষয় আক্রান্ত মিটন মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ঐসকল হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কি প্রকার ভূমিকা গ্রহণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *