Killing : ধর্মনগরে কীটনাশক খাইয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ নভেম্বর৷৷ স্বামীর ঘরে অস্বাভাবিক মৃত্যু এক গৃহবধুর৷ মৃত গৃহবধূর নাম সুস্মিতা সরকার (২৫)৷মৃতার পরিবারের অভিযোগ স্বামী ও তার পরিবারের লোকজন কীটনাশক খাইয়ে হত্যা করেছে গৃহবধূকে৷ ঘটনা ধর্মনগর থানাধীন কাকড়ী পাড় এলাকায়৷মৃতার পরিবারের তরফ থেকে থানায় মামলা৷


ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার ধর্মনগর থানাধীন টঙ্গীবাড়ী গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মৃত নবনী সরকারের কন্যা সুস্মিতা সরকার ভালোবেসে বিয়ে করে একই থানা এলাকার কাকড়ী পাড় এলাকার বিরেন্দ্র গুপ্তের ছেলে অরুপ চন্দ্র গুপ্তকে৷২০১৭ সালে তাদের বিয়ে হয়৷ বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম নেয়৷ বর্তমানে তার বয়স ষোল মাস৷ কিন্তু বিয়ের কিছুদিন পর স্বামী অরুপ স্ত্রী সুস্মিতা সরকারের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ৷মৃতার পরিবারের তরফ থেকে জানা যায়,চলতি মাসের সতেরো নভেম্বর স্বামী সুস্মিতার বাবার বাড়িতে ফোন করে তাড়াতাড়ি আসার কথা বলে৷বাবার বাড়ির লোকজন এসে দেখতে পান সুস্মিতা কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ছটফট করছে৷

তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷ সেখানে পরিস্থিতি বেগতিক দেখে নিয়ে যাওয়া হয় শিলচরে৷ অবশেষে তিনদিন জীবন যুদ্ধের লড়াইয়ের পর কুড়ি নভেম্বর সুস্মিতার জীবন দ্বীপ নিভে যায়৷মৃতার পরিবারের লোকজন ধর্মনগর থানায় স্বামী অরুপ চন্দ্র গুপ্ত, ভাসুর আশিষ চন্দ্র গুপ্ত ও শ্বাশুড়ি নমিতা গুপ্তের নামে একটি হত্যার মামলা দায়ের করেছেন৷মৃতার পরিবারের দাবি,স্বামী ভাসুর ও শ্বাশুড়ি মিলে কীটনাশক খাইয়ে সুস্মিতাকে হত্যা করেছেন৷ ধর্মনগর থানায় পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *