Conspiracy : তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের ছায়াজোটের ষড়যন্ত্র : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষের মুখ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তিকে ঘিরে আজ দিনভর উত্তেজনার ঘটনায় ছায়াজোটের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ দলের নেতা তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করার জন্যই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছায়াজোট হয়েছে৷ তারাই আজ দিনভর আগরতলায় অস্থিরতা কায়েম করে রেখেছে৷ পূর্ব আগরতলা মহিলা থানা এবং তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় বিজেপি কর্মীরা যুক্ত নন৷ তবুও দলীয়ভাবে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷


আজ রাতে সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য ক্রমাগত অপপ্রচার চলছে৷ মিথ্য গুজব রটিয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ অসত্য খবর সারা দেশে প্রচার করে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে৷ কারণ, রাজ্যে তাদের সাংগঠনিক শক্তি গড়ে উঠেনি৷ তা সত্বেও পশ্চিমবঙ্গে অরাজকতা ঢাকতে ত্রিপুরাকে তৃণমূল নিশানা করেছে৷ নবেন্দুবাবু জোর গলায় বলেন, সিপিএম এবং কংগ্রেস তলে তলে তৃণমূলকে মদত যোগিয়ে যাচ্ছে৷ তাদের মধ্যে ছায়াজোট তৈরী হয়েছে৷ তা ইতিমধ্যে প্রমাণ মিলেছে৷
এদিন তিনি বলেন, বহিরাগত ভাড়াটে গুন্ডা এনে তৃণমূল কংগ্রেস রাজ্যে অশান্তির পরিবেশ তৈরী করেছে৷ উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে৷ তাঁর কটাক্ষ, শনিবার পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জনসভায় বিজেপিকে পাঁচ মিনিটে খতম করার নিদান দিয়েছেন৷ সাথে তাঁর হুমকি পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদেরও লাশ পড়বে৷ তিনি বলেন, রাজ্যে নির্বাচনে ভোট পাওয়া তাদের উদ্দেশ্য নয়৷ দলীয় প্রার্থীদের প্রচারে অনিহা দেখে তা বোঝা যাচ্ছে৷ তাঁর দাবি, তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য বিজেপি কার্য্যকর্তাদের আগেই বার্তা দেয়া হয়েছে৷ কারণ, বিজেপি সুচিন্তিতভাবে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করতে চাইছে৷


এদিন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, পুর ও নগর সংস্থার নির্বাচনের সরব প্রচারের শেষ লগ্ণে আমরা চলে এসেছি৷ কিন্তু, নির্বাচনকে ঘিরে রাজ্যে এখন বিরাট ষড়যন্ত্র হচ্ছে৷ পরিকল্পিত ওই ষড়যন্ত্রে মূল কারিগর তৃণমূল কংগ্রেস এবং তাদের গোপনে সহযোগিতা করছে কংগ্রেস ও সিপিএম৷ তাঁর দাবি, বোঝাপড়ার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পাড় করার চেষ্টা চলছে৷ তিনি বলেন, কয়েকমাস ধরেই রাজ্যের শান্তির পরিবেশ ধবংস করার নীল নক্সা তৈরী করেছে তৃণমূল কংগ্রেস৷ তাদের আইটি সেল পরিকল্পিতভাবে রাজ্যে এবং সারা দেশে তা প্রচার করে চলেছে৷ তিনি দাবি করেন, ত্রিপুরাকে বদনাম করার জন্যই তৃণমূল কংগ্রেস এই ঘৃণ্য ষড়যন্ত্র রচনা করেছে৷ তাঁর আরও দাবি, রাজ্যে তৃণমূলের অন্তর্কোন্দল ক্রমশ বাড়ছে৷ তারই দোষ ঢাকার জন্য আগামীকাল দিল্লীতে তৃণমূলের সাংসদরা আরেকটি নাটক মঞ্চস্থ করতে চলেছেন৷


তিনি দৃঢ়তার সাথে বলেন, তৃণমূলের সমস্ত ষড়যন্ত্র রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে বিজেপি৷ তাদের প্ররোচনার ফাঁদে পা দেওয়ার বদলে গণদেবতার আশীর্বাদ চাইছি আমরা৷ এদিন তিনি দাবি করেন, আজ থানা ও তৃণমূলের ক্যাম্প অফিসে হামলায় বিজেপি কর্মীরা জড়িত নন৷ তা সত্বেও দলীয় ভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে৷ তিনি জোড় গলায় বলেন, আজকের ঘটনায় ছায়া জোটের ষড়যন্ত্র রয়েছে বলে বিজেপি বিশ্বাস করে৷ নবেন্দুবাবু দাবি করেন, আজকের ঘটনাগুলির পেছনে কোন না কোনও ভাবে সিপিএম যুক্ত রয়েছে৷ তাদের ছায়াজোট নির্বাচনকে ঘিরে রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করতে চাইছে৷