Arrested : খোয়াই হাসপাতালে চোরের দৌরাত্ম্য, সন্দেহের বশেগ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রবিবার সকালে খোয়াই জেলা হাসপাতাল চত্বর থেকে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ৷ ধৃত ব্যাক্তি চোর বলে সন্দেহ করা হচ্ছে৷ ধৃতের নাম যোগেন্দ্র সরকার বলে পুলিশ জানায়৷ তার বাড়ী খোয়াই থানাধীন পশ্চিম গণকীর তাঁত চৌমুহনী৷ সাম্প্রতিক সময়ে গত বেশ কিছুদিন ধরে খোয়াই জেলা হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগীদের মোবাইল ফোন ও নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটে চলেছে বলে খবর৷


এসব ঘটনার সাথে ধৃত ব্যাক্তির কোনরকম সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ৷ধৃত ব্যাক্তি কোন ধরনের চুরিচক্রের লোক কিনা তাও খোঁজ খবর নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ ঘটনার বিবরণে জানা গেছে,রবিবার সকালে এক সন্দেহভাজন লোককে হাসপাতাল চত্বরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে তাকে নজরে রাখে কর্মরত বেসরকারী নিরাপত্তা রক্ষীরা৷


লোকটি একসময় হাসপাতালের পেছনের ব্লকের দিকে গিয়ে অক্সিজেন প্ল্যান্টের পাইপলাইনের থেকে কিছু যন্ত্রাংশ খুলে পকেটে ঢুকিয়ে ফিরে আসার সময় নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে৷ তার পকেটে অক্সিজেন প্ল্যান্টের পাইপলাইনের কিছু যন্ত্রাংশ পাওয়া যায়৷ আটক করা লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যায়৷ সোমবার তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷