Election : পুর নির্বাচনে সন্ত্রাস, রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ত্রিপুরায় পুর নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে, অভিযোগ এনে আজ রাজ্য নির্বাচনে কমিশনের কার্যালয় ঘেরাও করেছে তৃণমূল কংগ্রেস৷ দলের ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক থেকে শুরু করে সাংসদ সুস্মিতা দেব, যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং বাবুল সুপ্রিয় সহ আরও অনেকেই ওই ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন৷


সুবল বাবু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা বন্ধ হচ্ছে না৷ বরং আক্রমণ বেড়েই চলেছে৷ অথচ নির্বাচন কমিশনও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ তাঁর অভিযোগ, পুলিশের সামনে তৃণমূল প্রার্থী এবং কর্মীরা মার খাচ্ছেন৷ কিন্তু, কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তাঁর বক্তব্য, কমিশন জানতে চাইছে কোন কোন প্রার্থীর নিরাপত্তার প্রয়োজন রয়েছে৷ অথচ, তাঁদের জানানো সত্ত্বেও প্রার্থীরা সুরক্ষিত থাকতে পারছেন না৷


তিনি বলেন, নির্বাচনে সিসিটিভি এবং ভিভিপ্যাটের ব্যবস্থা রাখেনি নির্বাচন কমিশন৷ তাতেই স্পষ্ট, কমিশন শাসক দলের নির্দেশে কাজ করছে৷ তাঁর হুঙ্কার, আজ এই ঘেরাও মাধ্যমে প্রতিকী আন্দোলনের জানান দিয়ে গেলাম৷ পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷


এদিন সুস্মিতা দেব বলেন, রাজ্য নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক কি দায়িত্ব পালন করছেন বুঝতে পারছিনা৷ কারণ, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কমিশন ঘুমাচ্ছে৷ তাঁর সাফ কথা, নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক নিযুক্ত করা হোক৷ সুপ্রিম কোর্টের কাছেও ওই আবেদন জানানো হয়েছে৷ আজ তৃণমূল কংগ্রেস প্রায় দুই ঘন্টা রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে রেখেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *