ত্রিপুরায় ব্রু শরণার্থী শিবিরে ১৭টি ঘর আগুনে পুড়ে ছাই

দামছড়া (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.) : সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্রু শরণার্থী শিবিরে অন্তত ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা রুখতে লাগোয়া ১১টি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তবে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া ব্লকের অন্তর্গত খেদাছড়ায় হামসাপাড়া শরণার্থী শিবিরের বাসিন্দা সকলেই সৌভাগ্যবলে সুরক্ষিত।

 পানিসাগরের মহকুমাশাসক রজত পন্ত জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।

হামসাপাড়া শরণার্থী শিবিরে প্রায় ৪০০ পরিবারের দুই সহস্রাধিক মানুষের বসবাস। আজ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ শিবিরের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণের দাবি, প্রায় ১৭টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়ানো আটকাতে আরও ১১টি ঘর ভেঙে দাওয়া হয়েছে। একটি ঘরে গ্যাসের সিলিন্ডার ছিল। ওই সিলিন্ডারটি উদ্ধার করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় ২৫ কিমি পথ অতিক্রম করে ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। শরণার্থী শিবিরে পৌঁছার রাস্তাটি ভীষণ সরু হওয়ায় ইঞ্জিন নিয়ে দমকল বাহিনীকে পৌঁছতে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন আয়ত্বে এনেছেন। অবশ্য, আগুন আয়ত্বে আনতে দীর্ঘক্ষণ তাঁদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে।

 এদিকে, ব্রু শরণার্থী সংগঠনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে, সংগঠনের তরফে উত্তর ত্রিপুরার জেলাশাসককে ক্ষতিপূরণের জন্য চিঠিও দেওয়া হয়েছে।

এ-বিষয়ে পানিসাগরের মহকুমাশাসক রজত পন্ত জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে, জানান পন্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *