ভোপাল, ২০ নভেম্বর (হি.স.): বিশ্ব শিশু দিবসে শিশুদের দ্বারা তৈরি একটি ক্যালেন্ডার উন্মোচন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ জানালেন, তিনি এমন একটি রাজ্য তৈরি করতে চান যেখানে প্রতিদিনই হবে শিশু দিবস। শিশুরাই তো গড়তে পারে নতুন বিশ্ব।
প্রতিবছর ২০ নভেম্বর দিনটি বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়। এদিনই ভোপালে আয়োজিত একটি অনুষ্ঠানে শিশুদের দ্বারা তৈরি একটি ক্যালেন্ডার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, “এমন রাজ্য চাই যেখানে প্রতিদিনই হবে শিশু দিবস। এই সমস্ত শিশুরাই সম্পদ ও নির্দেশনা দিয়ে গড়তে পারে নতুন বিশ্ব।”
2021-11-20