কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): সল্টলেকের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ মহিষবাথান লালবাড়িতে বিধ্বংসী আগুন লাগে। একটি ঘর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুনে নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘরের ভিতরে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
চেতলা হাটের একটি বস্তিতেও এদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটে। একেবারে ঘিঞ্জি এলাকা হওয়ায় পরিস্থিতি মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘরে তিনটি বাচ্চা ছিল। তাদের নাম রাঘব মিশ্র, মাধব মিশ্র ও সাক্ষী মিশ্র। ছয় থেকে দশ বছরের মধ্যে তিনজনের বয়স। এর মধ্যে সাক্ষী মিশ্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়। তাদের তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়।