নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সুকল ফাঁকি দিয়ে অন্যত্র চুটিয়ে ঘুরে বেড়াচ্ছে শিক্ষকরা৷ শিক্ষকের অপেক্ষায় ক্লাসে বসে রয়েছে ছাত্রছাত্রীরা৷ ৬ জনের মধ্যে উপস্থিত দুই জন৷ এমনই চিত্র ধরা পরল সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক এর অধীনে উরমাই জলধর চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ৷ উরমাই জলধর চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়েমোট শিক্ষক শিক্ষিকা ৬ জন৷ ছাত্র ছাত্রীর প্রায় ১৩০ জনের উপর৷ অষ্টম শ্রেণীর পর্যন্ত এই বিদ্যালয়টি৷ এই সুকলের শিক্ষক শিক্ষিকারা নিয়মিত সুকলে উপস্থিত হয় না বলে গুরুতর অভিযোগ উঠেছে৷আজ আমাদের প্রতিনিধি সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়৷ ৬জনের মধ্যে একজন শিক্ষক একজন শিক্ষিকা উপস্থিত৷ প্রধান শিক্ষক অফিসিয়ালি কাজে জেলাশাসকের অফিসে৷ বাকি ৩ জনের হদিস নেই৷ দীর্ঘ দিন ধরে এই ভাবেই চলছে বিদ্যালয়টি৷শিক্ষক-শিক্ষিকাদের এ ধরনের আচরণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহলে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ বিষয়টি স্থানীয় অভিবাবকদের পক্ষ থেকে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে৷
শিক্ষক হলেন সমাজের মেরুদন্ড৷ শিক্ষকরাই গঠন করেন ভবিষ্যতের সুনাগরিক৷ সেই শিক্ষকদের একাংশ যখন নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে উদাসীন হয় কখনোই সমস্যা দেখা দেয়৷উরমাই জলধর চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে এ ধরনের পরিলক্ষিত হয়েছে৷

