নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ নভেম্বর৷৷বিকল্প জাতীয় সড়ক তৈরির জন্য নিজেদের জোত জমি দেবার পরও জমির ন্যায মূল্য পায়নি জমির মালিকরা৷ উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ত্রিপুরা অসম সিমান্তের ঝেরঝেরী থেকে আগরতলা পর্যন্ত ভায়া কৈলাশহর কমলপুর খোয়াই দিয়ে এন এইচ ২০৮(এ) বিকল্প জাতীয় সকড় নির্মান হচ্ছে৷
এই বিকল্প জাতীয় সড়ক তৈরি করার জন্য কদমতলা ব্লকাধীন ঝেরঝেরী থেকে বড়গোল এলাকা পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের বসত বাড়ি ও কৃষি জমি সরকার বছর দেড়েক পূর্বে অধীন গ্রহন করে৷ জমি অধিন গ্রহনের পর প্রাশাসনের তরফ থেকে জমির মালিকদের জমি ছেড়ে দেবার জন্য নোটিশ ধরিয়ে দেওয়া হয়৷ ফলে বিপাকে পড়ে যায় জমির মালিকরা৷ রাস্তা নির্মান কারী সংস্থা রাস্তা তৈরির কাজ শুরু করলেও জমির মালিকরা জমির মূল্য পাননি৷এই উদ্বাস্তু পরিবার গুলি হত দরিদ্র৷ বিকল্প জায়গা কিনে বসত বাড়ি তৈরি করার মত আর্থিক সামর্থ্যও তাদের নাই৷ ফলে বর্তমানে এই উদ্বাস্তু পরিবার গুলি রাস্তার পাশে ছাউনি করে পরিবার নিয়ে দিন যাপন করতে হচ্ছে৷ তাদের জমির নায্যমূল্য পাবার জন্য তারা জেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও আজ অব্দি তারা জমির সম্পূর্ণ মূল্য পায়নি৷ জমির মূল্য পাবার দাবিতে মঙ্গলবার সকালে জমির মালিকরা রাস্তা নির্মান কারী সংস্থার সরসপুর এলাকার অস্থায়ী অফিসে তালা জুলিয়ে রাস্তা তৈরির কাজ বন্দ করে দেয়৷
নির্মান কারী সংস্থার অফিসে তালা ঝুলিয়ে দেবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ সহ নির্মান কারী সংস্থার প্রজেক্ট হেড তাপস হাজরা সহ কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব৷ উদ্বাস্তু পরিবার গুলির বক্তব্য হল, সরকার তাদের জমি অধীগ্রহন করেছে প্রায় দেড় বছর হতে যাচ্ছে৷ জমির মোট মূল্যর মধ্যে ত্রিশ শতাংশ টাকা তাদের দেওয়াও হয়৷
বাকী টাকার জন্য তারা জেলা প্রশাসনের কাছে গেলে তাদের বলা হয় নির্মানকারী সংস্থার অভিযোগের জন্য তাদের জমির বাকি অর্থ দেওয়া হচ্ছে না৷ আবার নির্মান কারী সংস্থা এ কে সি সি কর্মতাদের কাছে গেলে তারা বলে তারা তো জমি অধিগ্রহন করে নি৷জমির নায্যমূল্য পাবার জন্য তারা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহা না পাবার কারনে তারা বাধ্য হয়ে নির্মান সংস্থার অফিসে তালা দেয় এবং রাস্তা তৈরির কাজ বন্দ করে দেয়৷ক্ষুব্দ জনগন জানায় তাদের জমির টাকা না পাবার ফলে তারা অন্যত্র জমি কিনে বাড়ি তৈরি করতে পারছে না৷ ফলে তারা পরিবার নিয়ে বিপাকে পড়েছে৷ এদিকে কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ঘটনাস্থালে এসে উদ্বাস্তু পরিবার গুলির পক্ষে এক প্রতিনিধি দল নিয়ে উওর জেলার জেলা শাসকের সাথে এই বিষসের সমাধানের জন্য দেখা করেন৷ এদিকে এলাকার জনগন হুমকি দিয়ে বলেন, অবিলম্বে তাদের জমির বকেয়া অর্থ দেওয়ার ব্যাবস্তা না করা হলে তারা রাস্তা তৈরির কাছ বন্দ করে দেবেন৷তবে উওর জেলার প্রশাসনের গাফিলতির কারনে দুভর্োগ পোহাতে হচ্ছে এই অসহায় উদ্বাস্তু পরিবার গুলিকে৷

