ফের ১০-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৩০১ বেড়ে ভারতে মৃত্যু ৪.৬৪-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): ভারতে ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ৩০০-র গণ্ডি ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। মঙ্গলবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে ৩০১ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,১৩৪ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২৮,৫৫৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২,২৩৮ জন, যা ৫২৭ দিনের মধ্যে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১০,১৯৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৪,৬৬,৫৯৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৭ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৬৭ লক্ষ ৮২ হাজার ০৪২ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,১৩,৬৮,৭৯,৬৮৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ০.৮২ শতাংশ, বিগত ৪৪ দিন ধরে ২ শতাংশের নীচে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩০১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৪,১৫৩ জন (১.৩৫ শতাংশ)। ভারতে সুস্থতার স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,১৩৪ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৮,৭৩,৮৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *