কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : বীরসা মুন্ডার জন্মদিনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “আমি কিংবদন্তি মুক্তিযোদ্ধা ভগবান বিরসা মুন্ডার প্রতি তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।“ প্রসঙ্গত, বিদ্রোহের পরে বিরসাসহ তাঁর শতাধিক সঙ্গী গ্রেফতার হন। বিচারে তাঁর ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বিরসার মৃত্যু হয়। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়।
2021-11-15