Killing the widow : অবৈধ সম্পর্কের জেরে বিধবাকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ মহিলাকে কুপিয়ে খুন করে বিষপানে আত্মহত্যার চেষ্টা প্রতিবেশী যুবকের৷ মৃতার নাম রানু বিবি৷ বয়স চল্লিশ৷ অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবকের নাম কাদের মিয়া৷ ঘটনাটি ঘটেছে মেলাঘরের তেলকাজলায়৷


সংবাদে জানা গিয়েছে, রানু বিবির সাথে কাদের মিয়ার অবৈধ প্রণয়ের সম্পর্ক৷ রানু বিধাবা৷ এলাকার লোকজনও তাদের এই অবৈধ সম্পর্কের বিষয়ে অবগত রয়েছে৷ আজ সকালে রানু বিবিকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কাদের মিয়া৷ বর্তমানে কাদের মিয়া জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *