Suicidal college student : তেলিয়ামুড়ায় আত্মঘাতী কলেজছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ নিজবাড়ির বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কলেজ পড়ুয়া যুবতী৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার অধীন গৌরাঙ্গটিলায়৷ মৃতার নাম জয়শ্রী দাস৷


সংবাদে প্রকাশ, রবিরা সকাল সাড়ে এগারটা নাগাদ জয়শ্রী নিজ বাড়ির বাথরুমে কাপড় কাচতে যায়৷ দীর্ঘ সময় বাথরুম থেকে বেরিয়া না আসায় পরিবারের লোকজন গিয়ে দেখে ফাঁসিতে ঝুলে রয়েছে জয়শ্রী৷ সাথে সাথে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ ডাক্তার জানিয়েছে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *