বীরসা মুন্ডার জন্মদিনে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : বীরসা মুন্ডার জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “ভগবান বিরসা মুন্ডাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আমরা তাঁর নির্ভীক চেতনা এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতি তাঁর নিরলস প্রচেষ্টার দ্বারা অনুপ্রাণিত হতে থাকি।“ প্রসঙ্গত, বিরসা মুন্ডা (১৫ নভেম্বর ১৮৭৫ – ৯ জুন, ১৯০০) ছিলেন রাঁচি অঞ্চলের এক মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।