দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে, ভারতে করোনা-মুক্ত ৯৮.২৬ শতাংশ

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ভারতে একধাক্কায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, নিম্নমুখী দৈনিক মৃত্যুও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ১২৫ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৯২৬ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৩৪,০৯৬-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১,৮২২ জন, যা ৫২৩ দিনের মধ্যে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১০,২২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৪,৪৭,৫৩৬ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৩০ লক্ষ ২০ হাজার ১১৯ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,১২,৩৪,৩০,৪৭৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১২৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৩,৬৫৫ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৯২৬ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৮,৪৯,৭৮৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *