চণ্ডীগড়, ১৪ নভেম্বর (হি.স) : আগামী বছর পঞ্জাব বিধানসভার ভোট। আসন্ন বিধানসভার ভোট এবং কৃষক আন্দোলন সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে রবিবার সকালে পঞ্জাবের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিনের আলোচনার বিষয়ের মধ্যে বিভিন্ন ইস্যুকে প্রধানমন্ত্রী সামনে তুলে ধরা হবে এবং এ বিষয়ে আলোচনা করা হবে। বিশেষ করে কৃষক আন্দোলন, আসন্ন বিধানসভার ভোট এবং কার্তারপুর করিডোর এই বিষয়গুলো আলোচনা উঠতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পঞ্জাব প্রদেশের বিজেপি সভাপতি অশ্বিনী কুমার শর্মা দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুখ এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য হরজিৎ সিং গ্রেওয়াল এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও খবর।
এর আগে গত ৭ নভেম্বর প্রদেশ সভাপতি অশ্বিনী শর্মা বলেন, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি ১১৭টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ৭৭ টি আসন জয় করে।

