নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার রাজ্য সরকারকে যে আদেশ দিয়েছে, সেই ব্যাপারে সরকারের প্রতিক্রিয়া জানালেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ সুশান্ত চৌধুরী জানান, সুপ্রিম কোর্টকে তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত করেছে৷
সুশান্ত চৌধুরী জানিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্টের একটি আদেশকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা হচ্ছে৷ সুপ্রিম কোর্ট যে আদেশ রাজ্য সরকারকে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম রাজ্যের বাইরের কিছু মিডিয়া সারা দেশে একটা বাতাবরণ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জোর ধাক্কা খেয়েছে৷ সারা দেশে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে৷ আজকে আমরা দেখেছি তৃণমূল নেতৃত্বরা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে মিথ্য প্রচার করছে৷
সুশান্ত চৌধুরী বলেন, প্রথমত তৃণমূল যে এফিডেভিট দিয়েছে সেটা ভুল তথ্য দিয়েছে৷ সুপ্রিম কোর্টকে মিসগাইড করা হয়েছে৷ ত্রিশ অক্টোবর হাইকোর্ট শুনানী করেনি তৃণমূলের আবেদনের৷ এই তথ্য সুপ্রিম কোর্টে দেয়া হয়েছে৷ কিন্তু, ওইদিন রাতে হাইকোর্টে শুনানী হয়েছে৷ তৃণমূল সুপ্রিম কোর্টকে বলেছে যে শুনানী করেনি হাইকোর্ট৷ কিন্তু, বাস্তব অন্য কথা বলছে৷ সুপ্রিম কোর্টে মিথ্য হলফনামা দেয়া হয়েছে৷ গতকাল সুপ্রিম কোর্ট বলেছে, যারা নিরাপত্তা চায় তাদের নিরাপত্তা দেয়া হোক৷ মন্ত্রী জানান, কেউ আবেদন করেনি নিরাপত্তার জন্য৷ তাহলে কিভাবে পুলিশ জানবে কার নিরাপত্তা প্রয়োজন৷ রাজ্য সরকার স্বাভাবিক ভাবেই পুলিশ ও রাজ্য সরকার কারো যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য সচেতন রয়েছে৷ ত্রিপুরা রাজ্যকে লন্ডভন্ড করে নির্বাচনে সিপিএমকে সুযোগ করে দেয়ার চক্রান্ত হচ্ছে৷ তৃণমূলরে দেওলিয়াপনা প্রমাণ হচ্ছে৷ আগরতলা পুর নিগমে যদি সব আসনে প্রার্থী দিতে পারে তাহলে রাজ্যের অন্যত্র কেন প্রার্থী দেয়া হয়নি৷ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যখন হলফনামা দেবে তখন বিভিন্ন সময়ে যে মামলা হয়েছে সে ব্যাপারে উল্লেখ করা হবে৷