বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস, ধোঁয়াশা বাড়ল গুরুগ্রাম ও নয়ডাতেও

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): দীপাবলির পর থেকে শুরু, ক্রমেই বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস। দিল্লির বায়ু মান সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আরও কিছুটা বেড়ে শনিবার ভোরে ৪৯৯-এ পৌঁছেছে। শুধুমাত্র দিল্লি নয়, শনিবার ঘন ধোঁয়াশার আস্তরণে ঢাকা পড়ে যায় হরিয়ানার গুরুগ্রাম, উত্তর প্রদেশের নয়ডা, মোরাদাবাদ। ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না।

বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা অনুভব করেছেন অনেকেই। ইন্ডিয়া গেট থেকে লোধি গার্ডেন, রাজঘাট থেকে কুতুব মিনার দিল্লির সর্বত্রই এদিন ধোঁয়াশার আস্তরণ ছিল। প্রতি বছরই দীপাবলির পর এমন পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। বাজি পোড়ানো তো বায়ুদূষণের অবশ্যই বড় কারণ। তাছাড়া অনেকেরই মত, বাতাস বিষাক্ত হয়ে ওঠার মূলে রয়েছে প্রতিবেশী রাজ্যের কৃষি জমিতে খড়বিচালি পোড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *