নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর৷৷ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকায় পিছু ছাড়ছে না৷ প্রতিনিয়তই কোন না কোন জায়গায় যান দুর্ঘটনার ঘটনা ঘটেই চলছে৷ ফের যান দুর্ঘটনায় আহত ষাটোর্ধ বৃদ্ধা মহিলার৷ বর্তমানে তার চিকিৎসা চলছে রাজ্যের রেফারেল জিবি হাসপাতাল৷ আহত বৃদ্ধা মহিলার নাম সন্ধ্যা মজুমদার৷
বাড়ি তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় শুক্রবার আনুমানিক সাড়ে বারোটা নাগাদ৷ সংবাদে জানা যায়, এই বৃদ্ধ মহিলা তথা সন্ধ্যা মজুমদার বাড়িতে আসার পথে কোনো এক অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে প্রত্যক্ষদর্শীরা মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দিয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা মজুমদারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা মজুমদারের অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতাল স্থানান্তরিত করা হয়৷এদিকে গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায় বলে খবর৷ মহিলার হাতে পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে বলে জানা গেছে৷