নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ খোয়াই থানাধীন বিমানবন্দর সন্নিহিত পাড়ার পনেরো নং পুর ওয়ার্ড এলাকায় নিজের গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক মহিলার৷ মহিলা এখন হাসপাতালে৷ পারিবারিক কলহের পরিণতি বলে সন্দেহ৷ নিজের গলায় নিজেই ধাঁরালো অস্ত্র বা ব্লেড বসিয়ে দিয়ে কেটে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক মহিলা৷পারিবারিক কলহের পরিণতিতে আত্মহত্যার উদ্দেশ্যেই ঘটনা বলে অনুমান৷ ঘটনা বৃহস্পতিবার দুপুরে খোয়াই থানাধীন বিমানবন্দর সন্নিহিত পাড়ার পনেরো নং পুর ওয়ার্ড এলাকায়৷
জানা যায়,রত্না রায়( সূত্রধর) (৩৯) নামে জনৈকা মহিলা বাড়ীর সবার অলক্ষ্যে নিজের ঘরে নিজেই গলায় ব্লেডবা অন্য কোন ধাঁরালো অস্ত্র দিয়ে কেটে ফেলে৷ঘটনার সময় মহিলার স্বামী হিমাংশু সূত্রধর সহ পরিবারের অন্যান্যরা যার যার কাজে ব্যাস্ত ছিলেন৷এই সুযোগেই মহিলা নিজের ঘরে এই কান্ড ঘটায়৷ পুত্রবধূ ঘরে ঢুকেই দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘর৷গুরুতর আহত রত্না রায়( সূত্রধর) কে খোয়াই জেলা হাসপাতালে আনা হলে আগরতলায় জি বি হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক৷ গলার ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে মহিলার অবস্থা এখন সংকটজনক বলে জানা গেছে৷ কেটে মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷