নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রাজ্যে আই টি ও আই টি ই এস শিল্পকে উৎসাহ দিতে ত্রিপুরা সরকার ’ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি-২০২১’ চালু করেছে৷ রাজ্যের সমস্ত মাইক্রো, মল, মিডিয়াম ও আই টি সংক্রান্ত সরকারি, বেসরকারি এবং যৌথভাবে পরিচালিত কোম্পানী এই নীতির আওতায় আসবে৷ এই ডাটা সেন্টার পলিসি ৩০.১০.২০২১ থেকে মার্চ, ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে৷ তাই একমাত্র এই সময়ের মধ্যে স্থাপিত উদ্যোগগুলি এই পলিসির আওতায় আসবে৷ এই তারিখের পূর্বে স্থাপিত উদ্যোগগুলি আই টি/আই টি এস ইনসেনটিভ স্কীম ২০১৭-র আওতায় থাকবে৷ উক্ত সময়ের মধ্যে স্থাপিত উদ্যোগের যদি মালিকানা পরিবর্তন হয় তাহলে নতুন মালিকই এই পলিসির সুুবিধা পাবেন৷
’ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি-২০২১’ এর আওতাভুক্ত উদ্যোগগুলি যে সব সুুযোগ সুুবিধা পাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজ্য সরকার, পূর্ত দপ্তর কিংবা বেসরকারি জায়গা যেখানেই উদ্যোগ স্থাপিত হোক না কেন ৫০ শতাংশ ভাড়ায় ছাড় দেওয়া হবে বছরে ১২.০০ লক্ষ টাকা পর্যন্ত৷ অথবা রাজ্য সরকার ভর্তকীতে দীর্ঘ মেয়াদী (৩০ বছর) চুক্তির ভিত্তিতে জায়গা ভাড়া দেবে৷ তাছাড়া, কম খরচে বিদ্যৎ সরবরাহ, ডুয়্যাল গ্রীড পাওয়ার সাপ্লাই, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, সোলার ও বায়ু চালিত অতিরিক্ত বিদ্যৎ উৎপাদন ইত্যাদির সুুবিধা দেওয়া হবে৷ ইন্টারনেট ব্যবহারে ৩০ শতাংশ ভর্তকি দেওয়া হবে ডাটা সেন্টার উদ্যোগগুলিকে৷
যেহেতু এই উদ্যোগগুলি চবিবশ ঘন্টা চালু থাকবে তাই জরুরী পরিষেবার অন্তর্গত করে এগুলিকে ’ত্রিপুরা এসেনশিয়্যাল সার্ভিসেস মেইন্টেন্যান্স অ্যাক্ট ২০১৯’-এর সুুবিধাও দেওয়া হবে৷ উদ্যোগগুলিকে মূলধনী বিনিয়োগের ৩০ শতাংশ ভর্তকীও দেওয়া হবে৷ কিভাবে বিভিন্ন সুুযোগ সুুবিধা পাওয়া যাবে সে ব্যাপারে শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে বিস্তারিত বি’প্তি জারি করা হবে৷
রাজ্যকে ডাটা সেন্টার হাব স্থাপনের উপযুক্ত জায়গা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ত্রিপুরা সরকার এই ডাটা সেন্টার পলিসি-২০২১ চালু করেছে৷ যার ফলে রাজ্যের আই টি ক্ষেত্র বিশেষ করে ডাটা সেন্টার শিল্প আরও বেশি পরিমাণে বিনিয়োগে উৎসাহিত করবে এবং বড় মাপের কর্মসংস্থানেরও সুুযোগ তৈরী হবে রাজ্যে৷ তথ্য প্রযুক্তি সচিব তনুশ্রী দেববর্মা এই সংবাদ জানিয়েছেন৷