নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার অভয়নগরে নির্মাণ কাজ করতে গিয়ে চার তলা থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণশ্রমিকের৷ মৃতের নাম বাপি দেবনাথ৷
সোমবা সকালে ৯টা নাগাদ অভয়নগরে ৪ তালা বিল্ডিং এর কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এক শ্রমিক এর মৃত্যু হয়৷ মৃত শ্রমিকের নাম বাপি দেবনাথ (৩৫)৷ বাড়ি বিলোনিয়া নেতাজী পল্লী ন ঠিকেদারের গৌতম দাস এর কাজ করত এই শ্রমিক৷ জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালেও সে কাজে গিয়েছিল৷ চার তালার উপর থেকে নিচে পড়ে যায়৷ ওই সময় মিস্ত্রিও সেখানে ছিল৷চার তলার উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
মৃতের স্ত্রীও জানান গোর্খাবস্তি এলাকায় ঘর ভাড়া করে তারা থাকতেন৷ সকালে রাজমিস্ত্রি ফোন করে এই খবর তাকে জানিয়েছে৷ রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে ঠিকাদারদের অধীনে যেসব নির্মাণ কাজ করছে সেসব ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে৷ নিরাপত্তার জন্য যেসব বিষয় আবশ্যিক সেইসব বিষয়ক মানা হচ্ছে না বলে অভিযোগ৷