ভারতে আরোগ্যের হার ৯৮.২৪ শতাংশ, ২৬৬ বেড়ে মৃত্যু ৪.৬১-লক্ষাধিক

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): করোনার বাড়বাড়ন্ত সামলে স্বাভাবিক হতেই পারছে না ভারত। ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা অবশ্য কিছুটা কমে গিয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,২০৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ, ২০২০ সালের মার্চ মাস থেকে এযাবৎ সর্বোচ্চ সুস্থতার হার। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৪২,৮২৬-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ২০১৯, যা ২০২০ সালের মার্চ মাস থেকে এযাবৎ সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১১,৪৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে এখনও সর্বাগ্রে কেরল। সেখানে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭,১২৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪২ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ২৩ লক্ষ ৮৪ হাজার ০৯৬ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,০৮,৪৭,২৩,০৪২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৬৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬১,০৫৭ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৩,২০৪ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৭,৬৩,১০৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *