নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/কল্যাণপুর, ৭ নভেম্বর৷৷ রবিবার দুপুরে আগরতলা জাতীয় সড়কে এক মর্মান্তিক যান দুর্ঘটনায় প্রান হারালো এক কলেজ পড়ুয়া ছাত্র৷ ৷ সোমবার মেলাঘর থানাদিন পদ্মা ডেপা এলাকার দীপ্ত স্মিথ দাস বয়স ২২ সে রাম ঠাকুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র৷ মেলাঘর নিজ বাড়ি থেকে প্রাইভেট টিউটরের উদ্দেশ্যে আগরতলা যাওয়ার পথেই চড়িলাম ফরেস্ট অফিস সংলগ্ণ মনু ফকিরের দরগার সামনে পাথরবোঝাই লড়ি চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারালেন৷ প্রত্যক্ষদর্শীদের জানায় সে টিআর০৭ ই ৮৫৮৯ পালসার বাইক চেপে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার সময় ঘটে এক মর্মান্তিক যান দুর্ঘটনা৷
দীপ একটি মারুতি গাড়ি কে ওভারটেক করতে গিয়ে পাথর বোঝাই লরির সামনের চাকার নিচে পরে যায়৷ উদয়পুর গামী টিআর০১ এসি ১৮৮৮ নম্বরের পাথর বুঝাই লরিটির নিচে চাপা পড়ে পেটের নিচের অংশের সর্বস্ব বের হয়ে যায়৷ পেটের ভিতর সমস্ত যা ছিল বের হয়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারায় কলেজ পড়ুয়া ছাত্র দীপ স্মিথ দাস৷ প্রথমে দেখতে পায় রাস্তার পাশ দিয়ে যাওয়া এক মহিলা দেখতে পেয়ে হাউমাউ করে চিৎকার শুরু করে পরবর্তী সময়ে রাস্তার মধ্যে যখন বাইকটি ছিটকে পড়ে রয়েছে অন্যদিকে কলেজ পড়ুয়া ছাত্র দীপ স্মিথের দেহটি ছিটকে রাস্তার মাঝে পড়ে রয়েছে৷
তখন খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাইক চালকের এমন অবস্থা দেখে আর হাসপাতালে নেয়নি৷পরবর্তী সময়ে ছুটে আসে ডোম৷ডোম এসে দীপ স্মীতের দেহটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷খরব দেওয়া হয় দীপের বাড়ি৷তার পরিবার আত্মীয় স্বজনরা এসে হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে৷ময়নাতদন্তের পর দীপের দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
এদিকে, বেপরোয়া গাড়ি বাইকের মুখোমুখি সংঘর্ষে জীবন মৃত্যুর লড়াইয়ে উঠতি বয়সের যুবক এক ব্যাঙ্ক অফিসার৷ ঘটনাটি খোয়াই-তেলিয়ামুড়া সড়কের গৌরাঙ্গটিলা এলাকায়৷ গুরুতরভাবে জখমপ্রাপ্ত বাইক আরোহীকে সাথে সাথেই স্থানীয় মানুষ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ জিবি হাসপাতালে পাঠায়৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িও বাইক আটক করে থানায় নিয়ে আসে৷ বিস্তারিত খবর দিয়ে কল্যানপুর থানার পুলিশ জানায় আজ সকাল দশটা নাগাদ কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের গৌরাঙ্গটিলায় ধাবমান মালবাহী অটোট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে৷
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী টিআর ০১ আর ৭৯৯৭ পালসার বাইক ওভারটেক করতে গিয়েই সামনের দিক থেকে আসা মালবাহী অটোট্রাকের সামনে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়৷ এতে করে বাইক আরোহী মণীষ ঘোষ (৩২) গুরুতরভাবে আহত হয়৷ ঘটনাস্থলে তার একটি পা ভেঙ্গে ক্ষতবিক্ষত হয়ে শরীর থেকে হার ছিটকে পড়ে রাস্তায়৷ সাথে সাথেই স্থানীয় মানুষেরা তাকে খোয়াই জেলার পাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়৷ মণীষ ঘোষ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক খোয়াই জেলার হাতকাটা পদ্মবিল শাখার সহকারী ম্যানেজার৷ আজ সকালে কর্মসলের উদ্দেশ্যে বাইক নিয়ে পাড়ি দিয়েছিলেন৷ দূঘটনায় বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে৷