নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ভাইফোঁটা রূপে বোনেদের আশীর্বাদ ও স্নেহ, মানুষের জন্য কাজ করার লক্ষ্যে আরও বেশি করে শক্তি স’ারিত করে৷ নারী শক্তির উন্মেষ, স্বশক্তিকরণ ও নারীদের সর্বাঙ্গীন বিকাশে সরকার অঙ্গীকারবদ্ধ৷ এই ভাবনায় সরকার নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে৷
মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে আজ আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোনেরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুুস্বাস্থ্য কামনা করে ভাইফোঁটা দেন৷ মুখ্যমন্ত্রী এই পুণ্যক্ষণে সমস্ত বোনেদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান৷ মুখ্যমন্ত্রী সবার হাতে ত্রিপুরেশ্বরী মায়ের ছবি ও উপহার স্বরূপ মিষ্টি তুলে দেন৷ মুখ্যমন্ত্রী জায়া নিতি দেবও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷