Bangladeshi cow thief killed : সোনামুড়ায় গণধলাইয়ে মৃত্যু বাংলাদেশি গরু চোরের, আত্মরক্ষা করল আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ত্রিপুরায় আবারও গণধলাইয়ে মৃত্যু হল এক গরু চোরের৷ গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে আত্মরক্ষা করেছে আরও দুই চোর৷ ঘটনা সোনামুড়া থানাধীন কমলনগর এলাকায়৷ নিহত চোরের বাড়ি বাংলাদেশে৷ পুলিশ জানিয়েছে, বাংলাদেশি চোরের দলে ছিল তিন জন৷ দু’’জনকে আটক করতে পারেননি এলাকাবাসী৷ কমলনগর এলাকার লিটন শীলের বাড়িতে গরু চুরি করতে এসেছিল তারা৷ বাংলাদেশি চোরের আক্রমণে গৃহকর্তা লিটন শীল আহত হয়ে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃত চোরের কাছ থেকে বাংলাদেশি টাকা ও ধারালো দা পাওয়া গেছে৷


স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ২-টা নাগাদ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ঢুকে লিটনের বাড়িতে গরু চুরি করার চেষ্টা করে চোরের দল৷ গোয়াল ঘর থেকে তারা গরুগুলি বের করে নেয়৷ পরিবারের লোকজন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলে তারা গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ তাতে গৃহকর্তা লিটন শীলের একটি কান কেটে যায় বলে জানা গেছে৷
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ চোরের দল যখন গরুগুলি গোয়াল ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন টের পেয়ে ঘুম থেকে ওঠে পরিবারের অন্য সদস্যরা চিৎকার করেন৷ তখন প্রতিবেশীরা বের হয়ে এক চোরকে পাকড়াও করতে সক্ষম হন, অপর দুজন পালিয়ে যায়৷ গণধলাইয়ে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়েছে৷
ঘটনার খবর পেয়ে বিএসএফ-এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃত চোরের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার জামবাড়ি এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *