নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : এবারের টি-২০ বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়েছিল বাংলাদেশকে। পরের বার থেকে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা। টি-২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় প্রথম আট দলের মধ্যে উঠে এল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ক্রমতালিকায় দশ নম্বরে নেমে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ন’ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। এ বারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলা দুই দল সরাসরি সুযোগ পাবে পরের বিশ্বকাপে খেলার। তারা ছাড়া ক্রমতালিকায় উপরের দিকে থাকা ছ’টি দল সরাসরি ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
ক্রমতালিকায় প্রথম আটটি দল হল ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। দু’বারের টি-২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। পরের বিশ্বকাপে মূল পর্বে খেলতে হলে যোগ্যতা অর্জন পর্বে জিততে হবে তাদের। ক্রমতালিকায় তারা নেমে যাওয়ায় এ বারের বিশ্বকাপে একটিও ম্যাচ না জেতা বাংলাদেশ মূল পর্বে খেলার সুযোগ পেয়ে গেল।