নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ইতালির রাজধানী রোম, ভ্যাটিকান সিটি এবং স্কটল্যান্ডের গ্লাসগো সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লিতে এসে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে নামার পর গাড়িতে চেপে বাসভবনের দিকে রওনা হন প্রধানমন্ত্রী। রোম, ভ্যাটিকান সিটি এবং স্কটল্যান্ডের গ্লাসগোতে ৫-দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারত থেকে রওনা হয়েছিলেন গত ২৯ অক্টোবর।
কোভিড-১৯ মহামারীর মধ্যে প্রধানমন্ত্রীর এটি ছিল তৃতীয় বিদেশ সফর। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে গিয়েছিলেন তিনি, সেপ্টেম্বরে গিয়েছিলেন আমেরিকায় এবং তৃতীয় বিদেশ সফরে গিয়েছেন ইতালি ও স্কটল্যান্ডে। এই সফরে জি-২০ শিখর সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছিলেন।