চামোলি, ৩ নভেম্বর (হি.স.): অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ মন্দির। বৃহস্পতিবার দীপাবলি, তার আগেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বদ্রীনাথ মন্দিরকে। ১০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বদ্রীনাথ মন্দিরকে। ফুল দিয়ে সাজানোর পর অপরূপ ও দারুণ শোভা পেয়েছে পাহাড়ের কোলে অবস্থিত এই বদ্রীনাথ মন্দির।
বুধবার সকাল থেকেই ভক্তদের আনাগোনাও ছিল বদ্রীনাথ মন্দিরে। প্রতি বছরই দীপাবলির আগেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বদ্রীনাথ মন্দির। অন্যথা হল না এবারও। ১০ কুইন্টাল ফুল দিয়ে বদ্রীনাথ মন্দিরের চারিদিক সাজিয়ে তোলা হয়েছে।