নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবির সামনে দীর্ঘ ৬ ঘন্টা যাবত অসুস্থ রোগী পড়ে রয়েছে৷ স্বাস্থ্যকর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করলেও তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেননি বলে অভিযোগ৷ জিবি হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে দীর্ঘ ৬ ঘন্টা যাবত এক অসুস্থ রোগী পড়ে থাকে৷
কিন্তু হাসপাতালে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা ওই অসুস্থ রোগীর চিকিৎসার কোনো ব্যবস্থা করেননি৷ অভিযোগ রোগীর সঙ্গে অমানবিক আচরণ করে রাস্তায় ফেলে রাখে স্বাস্থ্যকর্মীরা৷ বিষয়টি দেখার পরও সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যান জিবি হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা৷ এনিয়ে জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তথাকথিত সেবা ধর্মে দীক্ষিত চিকিৎসক- নার্স সহ স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ণ তুলেছেন অনেকেই৷
অসুস্থতার মধ্যে হাসপাতালের সামনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ হাসপাতালে আসা সাধারন লোকজন স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন৷ এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই৷

