নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): বিজয় মিছিলে ‘না’ বলে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপ-নির্বাচনের ফল ঘোষণার দিন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটগণনার পর কোনও রকম বিজয় মিছিল করা যাবে না। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনের শংসাপত্র গ্রহণের সময় জয়ী প্রার্থী অথবা তাঁর অনুমোদিত প্রতিনিধির সঙ্গে দু’জনের বেশি কাউকে অনুমতি দেওয়া যাবে না।
মঙ্গলবারই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপ-নির্বাচনের ভোটগণনা হয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই শাসক দলের কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। করোনা-পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।