মুম্বই, ২ নভেম্বর (হি.স.): আর্থিক দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার মুম্বইয়ের দফতরে অনিল দেশমুখকে তলব করেছিল ইডি। দেশমুখকে প্রায় ১২ ঘণ্টা ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকেরা। তবে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। অনিল দেশমুখ গ্রেফতার হওয়ার পর তাঁর আইনজীবী ইন্দেরপাল সিং জানিয়েছেন, “৪.৫ কোটি টাকার মামলায় আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি।”
অবৈধভাবে আর্থিক লেনদেন করা ছাড়াও মুম্বইয়ের শীর্ষ পুলিশ কর্মীর মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ রয়েছে দেশমুখের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হতেই চলতি বছরে মহারাষ্ট্র সরকারে নিজের পদ থেকে ইস্তফাও দেন তিনি। তদন্ত শুরুর পর জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র সমন এড়াতে বম্বে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন দেশমুখ। তবে গত শুক্রবার তা খারিজ করে দেয় আদালত। তোলা আদায়ের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি। এরপর সোমবারই ইডি-র দফতরে হাজিরা দেন অনিল দেশমুখ। জেরায় সন্তুষ্ট না হওয়ায় অনিল দেশমুখকে গ্রেফতার করেছে ইডি।