Nominations have been submitted : পুর ও নগর সংস্থা নির্বাচনে এখনও পর্যন্ত জমা পড়ল ৫৭৩টি মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ পুর ও নগর সংস্থা নির্বাচনে আজ ত্রিপুরায় বিরাট সংখ্যায় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ তার মধ্যে অধিকাংশই বিজেপি দলের প্রার্থী রয়েছেন৷ বাকি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিয়েছেন৷ আজ ২৮৬টি মনোনয়ন জমা পড়েছে৷ তাতে এখন পর্যন্ত মোট মনোনয়ন জমা পড়েছে ৫৭৩টি৷


প্রসঙ্গত, ত্রিপুরায় আগামী ২৫ নভেম্বর আগরতলা পুর নিগম, ৬টি পুর পরিষদ এবং ১৩টি নগর পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গত ২৭ অক্টোবর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে৷ আগামী ৩ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ নির্ধারিত রয়েছে৷ মোট ৩৩৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷


আজ খোয়াই পুর পরিষদে তৃণমূল কংগ্রেস, আগরতলা পুর নিগম ও সোনামুড়া নগর পঞ্চায়েতে কংগ্রেস এবং আমবাসা পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ ও আগরতলা পুর নিগমে নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ এছাড়া, ধর্মনগর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, রানীর বাজার পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ, আগরতলা পুর নিগম, মেলাঘর ও বিশালগড় পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত, উদয়পুর, বিলোনিয়া এবং শান্তিরবাজার পুর পরিষদে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷
এদিন বিজেপি মোট ২২৩ জন প্রার্থী, কংগ্রেসের ৩৪ জন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের ১৪ জন প্রার্থী এবং ৬ জন নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ তাতে, আজ মোট ২৮৬টি মনোনয়ন জমা পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *