শাহরুখের জন্মদিনে মন্নতের সামনে ভিড় ভক্তদের

মুম্বই, ২ নভেম্বর (হি. স.) : মঙ্গলবার ৫৬ বছর পূর্ণ করে ৫৭-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২ নভেম্বর প্রতিবছরই জন্মদিনের এই বিশেষ দিনটিতে ভক্তদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান বলিউড বাদশাহ। এদিন সকাল থেকেও তাঁর বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ শাহরুখ ভক্ত। মন্নতের বাইরে জোরকদমে শুরু হয়েছে শাহরুখের জন্মদিন পালন। কিং খানের বাড়ির বাইরে ভক্তদের ভিড় সামাল দিতে সকাল থেকেই রীতিমত হিমশিম খাচ্ছে মুম্বই পুলিশ।
প্রতিবছরই এই দিনে সকাল সকাল মন্নতের ছাদে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন বাদশাহ। এই বছরও তিনি বাড়ির বাইরে আসবেন কিনা এখনও সেটা স্পষ্ট নয়। এই বছর কিছুটা আলাদা। প্রায় এক মাস পরে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। গত ২ অক্টোবর একটি ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয় আরিয়ানকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদক নিতেন এবং মাদকের লেনদেনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এরপর প্রায় একমাস ধরে চলে দীর্ঘ টানাপোড়েন। অবশেষে শুক্রবার ভাগ্য সহায় হয়েছে শাহরুখের। কোনওক্রমে ছেলেকে জামিনমুক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন তিনি। তবে তাতে ভক্তদের উচ্ছ্বাসের যে কোনও কমতি নেই। তারই প্রমাণ দিচ্ছে মঙ্গলবার সকালে মন্নতের বাইরে বাঁধ ভাঙা জনজোয়ার। পুলিশ সূত্রে খবর, মন্নতের একেবারে সামনে পৌঁছতে সোমবার রাত থেকেই অনেকে রাস্তায় বসে অপেক্ষা করছেন শাহরুখের জন্য। মঙ্গলবার ভোর হতে না হতেই বাড়তে থাকে ভক্তকুলের ভিড়। সেই কারণে মঙ্গলবার ভোর থেকেই মন্নতের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছেন পুলিশকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *