নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৩১ অক্টোবর৷৷ গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকায় ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ এখনও পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি দুইজন শিশু৷
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা এলাকার দলপতি এডিসি ভিলেজের কর্ণ কিশোর পাড়ার বাসিন্দা চন্দ্র সিং ত্রিপুরার ১২ বছরের ছেলে কলরাম ত্রিপুরা গত বৃহস্পতিবার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়৷ বর্তমানে মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে৷ এছাড়া শনিবার নতুন করে আরো ১জন শিশু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হয়৷ তার নাম লবাজয় রিয়াং (৭) বাড়ি গন্ডাছড়া মহকুমার সতীরাম পাড়া৷
এই দিকে করোনার আতঙ্ক কিছুটা কমতে না কমতেই মহকুমা প্রত্যন্ত এলাকায় নতুন করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিতেই সাধারণ মানুষের মধ্যে ভয় দেখা দিচ্ছে৷ যদিওবা চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই৷ মহকুমা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ম্যালেরিয়া মোকাবিলা করার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করেছে৷ প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক ভাবে করা হচ্ছে স্বাস্থ্য শিবির৷ উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক হাসপাতাল সহ মহকুমা হাসপাতালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ঔষধ পত্র৷ তাই দুচিন্তার কোন কারন নেই৷