কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): নিম্নচাপের সৌজন্যে অবিরাম বৃষ্টিতে হিমশিম খাচ্ছে কলকাতা। কলকাতার পাশাপাশি একনাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও। বৃষ্টিতে যেমন জল জমছে কলকাতার রাস্তায়, গ্রামাঞ্চলে আবার বৃষ্টির জলে উপচে পড়ছে পুকুর। চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি গভীর নিম্নচাপ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে। ফলে বুধবার সারা দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার রাত থেকেই কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে জোরালো বর্ষণ শুরু হয়। সেই বৃষ্টি বুধবার সকালেও অবিরাম চলছে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন স্থানে জল জমে গিয়েছে। আবহবিদরা জানিয়েছেন, এমন বৃষ্টি আগামী ২৪ ঘন্টা থাকবে।