মুম্বই, ২৯ আগস্ট (হি.স.): মুম্বইয়ের ধারাভি বস্তিতে এলপিজি গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন কমপক্ষে ১৫ জন। বৃহন্মুম্বই পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুর ১২.২৮ মিনিট নাগাদ ধারাভির সাহু নগরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এই ঘটনায় মোট ১৫ জন জখম হয়েছেন। জখম ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ১০ জনের সামান্য দগ্ধ্ হয়েছেন।
আগুন লাগার খবর পাওয়ার পর পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার। দমকল কর্মীদের চেষ্টায় ১২.৪৩ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। জখম অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলপিজি গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ।

